পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  22-08-2019 06:48PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠান থেকে তেতাল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য প্রস্তুত করার অপরাধে পাইকগাছা পৌর সদরে মডার্ণ বেকারীর মালিককে ৪০ হাজার ও কালীমাতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সহায়ক কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও সঙ্গীয় ফোর্স।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন