তানোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  23-08-2019 04:00PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর তানোর উপজেলাতে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ তানোর শাখার উদ্যোগে তানোর শিবতলা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির তানোর শাখার সভাপতি সুনীল চন্দ্র দাসের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি তানোরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অনুষ্ঠানে তানোর, গোল্লাপাড়া, তালন্দ, দেউল, বাধাইড়সহ ২টি পৌরসভা ও ৭টি ইউপির সহাস্রাধিক হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, তানোর শাখার সভাপতি শ্রী মুকুল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক প্রেমানন্দ বর্মন, পূজা উদ্যাপন কমিটির তানোর শাখার সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর দত্ত, তানোর কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সাগর কুমার অধিকারী, তানোর সনাতন ধর্ম কল্যাণ সংঘের সহসভাপতি ও সাংবাদিক অসীম কুমার সরকার, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবানন্দ বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন