কিশোরগঞ্জে ডেঙ্গু জ্বরে এক শিশুর মৃত্যু

  25-08-2019 01:36PM


পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জে ডেঙ্গু জ্বরে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ওই শিশু মারা যায়।

শিশুটির নাম মাহফুজা (১০)। সে কিশোরগঞ্জের পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বড়িইল্লা গ্রামের আবুল মনসুরের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সংকটাপন্ন অবস্থায় আজ সকাল ৮টা ৫০ মিনিটে পরিবারের লোকজন শিশুটিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার উদ্দিন জানান, শিশুটিকে যখন ভর্তি করা হয় তখন সে খুব দুর্বল ছিল, খুব একটা নাড়ানাচা করছিল না। আমরা ভর্তি করার সাথে সাথে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ইসিজি করাই। পরে তাকে সিসিইউতে পাঠাই। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, আমরা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করার সময়টুকুও পাইনি, এর আগেই সে মারা যায়। তবে উপসর্গ দেখে ধারণা করছি শিশুটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল এবং সে ডেঙ্গুতে মারা গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন