গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় বাসে আগুন ও ভাঙচুর

  26-08-2019 01:34AM

পিএনএস ডেস্ক : গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন এবং ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১০টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নেভায়।

নিহত ওই পোশাক শ্রমিকের নাম খাইরুল ইসলাম (২৩)। তিনি ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার রুয়া ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিক।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী জানান, ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস পোশাক শ্রমিক খাইরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ৯টা থেকে ভোগড়া বাইপাস মোড় হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ পুড়ে যাওয়া বাসটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত সাড়ে ১০টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন