ডিমলায় বাঁশ নিধনের অভিযোগ

  10-09-2019 10:01PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাঁশ নিধনের অভিযোগ পাওয়া গেছে, ঘটনাটি ঘটেছে, নীলফামারী ডিমলা উপজেলায় ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মৃত হযরত আলীর ছেলে মোঃ মোকলেছুর রহমান এর বাড়ীতে। অভিযোগকারী মোকলেছুর রহমান বলেন আমার ক্রয়কৃত জমি যার জে,এল, নং- ২৫, এস,এ ২৪, খতিয়ান -১৩২, ডিবি-১১০২, দাগ নং-১৬২৯ এই দাগে ২ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ বাঁশ রোপন করে ভোগদখল আসিতেছি।

এমতাবস্থায় আমার প্রতিবেশী মৃত মতিবর রহমান এর ছেলে এশারদ আলী , দুলাল হোসেন, আলাল উদ্দিন গং, গত ৮ সেপ্টেম্বর ১২ টা থেকে ১টার দিকে পেশী শক্তি ও অর্থ শক্তি কাজে লাগিয়ে উক্ত ভূমিদস্যুগণ আমার রোপনকৃত বাঁশ ঝাড়ে প্রবেশ করে বাঁশ নিধন করে নিয়ে যায় । এমতাবস্থায় আমার স্ত্রী তাদের এই অমানবিক উশৃঙ্খলতা , এবং তাদের অকথ্য ভাষায় গালিগালা ও দেশীয় অস্ত্রের ঝনঝনানি দৃশ্যপট শয্য করতে না পেরে আমার স্ত্রী আমাকে খবর প্রদান করে বলে আমাদের বাঁশ ঝাড়ের বাঁশ কেটে নিয়ে যাচ্ছে তারা । আমি একজন শিক্ষক হিসেবে আমার চাকুরীর স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করাকালীন উক্ত ব্যক্তিদ্বয় এ অপকর্মসহ অপূরণীয় ক্ষতিসাধন করেন । বিষয়টি আমি এলাকার গন্যমান্যদের নিকট একাধিকবার বিচার প্রার্থনা করে ব্যর্থ হলে ন্যায় ও সুবিচারের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত ও জমি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট ভূমিদস্যুদের সুষ্ঠ বিচার দাবী করছি। যাতে আর কেউ আমার মত ভূমিদস্যুদের খপ্পরে না পরে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন