নদী ভাঙন রোধে এলাকাবাসীর নামায আদায় ও মুনাজাত

  12-09-2019 04:45PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে তীব্র নদী ভাঙন থেকে রক্ষা পেতে এলাকাবাসীর তিস্তা নদী পাড়ে যোহরের নামায আদায় ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকাল থেকে দুই ইউনিয়নের ষাট জন হাজীর অংশগ্রহনে এলাকাবাসী কোরআন তেলোয়াতসহ নদী ভাঙনের স্থানে যোহরের নামাজ আদায় এবং নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে আল্লাহর নিকট বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন স্থানীয় আলেমে দ্বীন মাওলানা মো. সমেস উদ্দিন।

স্থানীয় প্রবীন শিক্ষক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,গত দুই মাস ধরে অব্যাহত নদী ভাঙনে প্রায় শত শত পরিবার ভিটে মাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এলাকাবাসীর উদ্দেশ্যে ওই স্থানে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমান বলেন, নদী ভাঙন রোধকল্পে পরিকল্পনা কমিশনে ৪' শ ৬ কোটি টাকা ব্যয় নির্ধারন পূর্বক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ডিপিপি দাখিল করা হয়েছে। কোন ধরনের সংশোধনী না থাকলে ডিপিপি একনেকের সভায় উপস্থাপন হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন