শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

  12-09-2019 06:41PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বগুড়ার শেরপুরে তিন মাস ব্যাপি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় এরই অংশ হিসেবে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী পাকারমাথা বাজার এলাকায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে বের হওয়া র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পরে শেরপুর বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা এজাজ আহম্মেদের সভাপতিত্বে ওই বাজারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, শাহবন্দেগী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আ.লীগ নেতা শাহাদত হোসেন, সমাজসেবক আলহাজ¦ তোজাম্মেল হক, এড. শাহাদত হোসেন, গোলাম রব্বানী, হাবিবর রহমান পান্না, আবু সাঈদ, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্বক হতে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। এ ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে। নিয়মিতভাবে এডিস মশা নিধন করতেই হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন