হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

  14-09-2019 07:53PM

পিএনএস ডেস্ক : স্ত্রীর লাশ হাসপাতালে রেখে জুয়েল খান নামে এক ব্যক্তির পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তানজিনা আক্তার (২২)।

এ ঘটনায় তানজিনার বাবা মুনাফ মুন্সী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, তানজিনার স্বামী জুয়েল খান, শ্বশুর নুরু খান ও শাশুড়ি হাজেরা বেগম।
তানজিনার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে সদর উপজেলার তরপুরচন্ডী তেতুলতলা এলাকার নুরু খানের ছেলে জুয়েলের সঙ্গে পাশের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মুনাফ মুন্সীর মেয়ে তানজিনার বিয়ে হয়। প্রেমের বিয়ে হওয়ায় প্রথমে মেনে না নিলেও একপর্যায়ে উভয় পরিবার বিয়ে মেনে নেয়। এর কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে তানজিনাকে মারধর ও নির্যাতন শুরু করেন জুয়েল। বিষয়টি জানতে পেরে তানজিনার পরিবার তা সমাধানের চেষ্টা করেও পারেনি। নিরুপায় হয়ে মেয়েকে বাঁচাতে তানজিনার পরিবার এর আগেও চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একাধিক মামলা করে যা এখনো আদালতে চলমান রয়েছে।

তানজিনার ভাই মেহেদী বলেন, ‘দুই সপ্তাহ আগে জুয়েল আরেকটি বিয়ে করেছে বলে জানতে পেরেছি। হয়তোবা এটা নিয়েই ঝগড়া করতে গিয়ে আমার বোনকে মেরে হাসপাতালে রেখে পালিয়ে গেছে সে।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার পর ওই লোকটি হাসপাতালে এসে তার স্ত্রী অসুস্থ বলে আমাদেরকে জানায়। পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে তাকে মৃত দেখি। এমতাবস্থায় তার স্বামীকে অনেক খোঁজাখুজি করেও পাইনি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে অজ্ঞাত হিসেবে লাশটি নিয়ে যায়।’

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, ‘লাশ শনাক্ত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন