সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

  14-09-2019 09:22PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইলে উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে শামসু মিয়া (৬৫) নামে এক গ্রাম্য মাতবর নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিক খোঁজখবরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কাজল চৌধুরী এ প্রতিবেদককে বলেন, বুড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও গ্রাম্য সর্দার শামসু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। অনুমান ২০/২৫ দিন আগে গ্রামের একটি সালিশ সভায় মেম্বার অলি আহাদের ছেলের সঙ্গে গ্রামের সর্দার শামসু মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে চরম আকার ধারণ করে। বিষয়টি আমি একাধিকবার নিষ্পত্তির চেষ্টা করেও দুইপক্ষের অসহযোগিতার কারণে ব্যর্থ হয়। সকালে এনিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে দেশীয় অস্ত্রের আঘাতে একপক্ষের সর্দার শামসু মিয়া নিহত হন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন