শ্রীপুরে নদীর পাড়ের মাটি বিক্রি করায় জরিমানা

  15-09-2019 11:55AM

পিএনএস ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার পারুলী নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেঁটে বিক্রি করার অপরাধে জামাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জামাল উদ্দিন রাজাবাড়ী ইউনিয়নের মিটালু গ্রামের ছফির উদ্দিনের ছেলে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পাবুরিয়ার চালা গ্রামে থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন।

সূত্রে জানা যায়, ওই গ্রামের পারুলিয়া নদীর তীর বরাবর বাঁধ কাম রাস্তার মাটি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন জামাল উদ্দিন। এমন অভিযোগে ইউএনও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে তাকে হাতেনাতে আটক করে এ জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (খ) ধারার অপরাধে একই আইনের ১৫(১) ধারায় জালাল উদ্দিনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন জানান, নদী রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ উপায়ে বালু ও মাটি বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন