লোহাগড়ায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা, ইউপি সদস্য আটক

  16-09-2019 08:51PM

পিএনএস ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় লোহাগড়া থানার এসআই জয়নুল আবেদীন আহত হয়েছেন। তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলার কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কাশিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও নলদী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় বদলি খেলোয়াড় মাঠে নামানোকে কেন্দ্র করে কাশিপুর ইউনিয়ন সমর্থিত দর্শকরা প্রতিপক্ষ নলদী ইউনিয়ন সমর্থিত দর্শকদের উপর হামলা চালায়। এ সময় মঞ্চে থাকা লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুর হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসসহ উপস্থিত অতিথিদের ওপর কাশিপুর ইউপির লোকজন চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত লোহাগড়া থানা পুলিশকে নির্দেশ দেন। এ সময় লোহাগড়া থানার একদল পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টাকালে উত্তেজিত দর্শকদের হামলায় লোহাগড়া থানার এসআই জয়নুল আবেদীন আহত হন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হাসনাত জানান, আহত এসআই জয়নুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়নুল আবেদীন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উত্তেজিত দর্শক আমার ওপর চেয়ার, লাটিসোঠা নিয়ে হামলা চালায়।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ বারী জানান, খেলার মাঠে দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে এসআই জয়নুল আবেদীন সামান্য আহত হয়েছেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন