তানোরে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ

  17-09-2019 03:47PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। তিনি উপস্থিত সবাইকে বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন। তিনি সমাবেশে অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে না পড়ে। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে যার যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তানোর উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরিন বানুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান মো: আবু বাক্কার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমান। এ ছাড়া অন্যদের মধ্যে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উপজেলা হলরুমে সুধী সমাবেশ, ভিক্ষুকদের শুকনা খাবার বিতরণ ও দুর্যোগসহনীয় পাকাঘর পরিদর্শন করেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন