নোয়াখালীতে সাত দফা দাবিতে ছাত্র ফ্রন্টের মিছিল

  17-09-2019 09:27PM

পিএনএস ডেস্ক : পিইসি পরীক্ষা বাতিল, নোয়াখালী সরকারি কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৭ দফা দাবি নিয়ে নোয়াখালীতে মিছিল করেছে ছাত্র ফ্রন্ট।

শিক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী টাউন হল মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে, শিক্ষকদের সর্বোচ্চ বেতন ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা, কলেজগুলোতে বছরে অন্তত ২১০ দিন ক্লাস নিশ্চিত করা; পর্যাপ্ত শিক্ষক নিয়োগ-ক্লাসরুম ও স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ করে মানসম্মত শিক্ষা দেওয়া; বিশ্ববিদ্যালয়ের গবেষণা, আবাসন ও পরিবহণ ঘাটতি নিরসন করা; গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করা; গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধি সেল গঠন ও কার্যকর করা।
মিছিলে নেতৃত্ব দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক আরিফ মইন উদ্দিন, নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী জহির উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজ নেতা জহিরুল হক ফয়সালসহ অনেকে।

এর আগে ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন