গৃহবধূর গোসলের দৃশ্য ছড়িয়ে দেওয়ার হুমকিতে টাকা দাবি, গ্রেপ্তার ৩

  18-09-2019 04:59PM

পিএনএস ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক গৃহবধূর গোসলের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার বরকত হোসেন (২০), সোলাইমান মিয়া (২২) ও আবদুল আলিম (২০)।

পুলিশ জানায়, ওই তিনজন কয়েক দিন আগে উপজেলার একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছিলেন। তাঁরা ওই বাড়ির গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে তাদের মুঠোফোনে ধারণ করেন। পরে বিষয়টি তাঁরা গৃহবধূকে ফোন করে জানান এবং ভিডিও থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে তা গৃহবধূর মুঠোফোনে পাঠিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় গতকাল ওই গৃহবধূ মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইলের জেলহাজতে পাঠানো হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন