ময়মনসিংহে পাসপোর্ট অফিস থেকে তিন মানবপাচারকারী আটক

  23-09-2019 07:33PM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। সোমবার দুপুরে নগরীর মাসকান্দা এলাকার পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- মো: আমির উদ্দিন (৪০), আকাশ দে (২৩) ও মো: লিটন (২৫)। এসময় উদ্ধার করা প্রতারণার শিকার ছয় নারীকে। পরে বিকাল ৪টার দিকে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার তফিকুল ইসলাম।

তিনি জানান, র‌্যাব-১৪’র একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একদল মানবপাচারকারী দালাল চক্র একাধিক নারীকে পাসপের্টি তৈরী করে দিচ্ছে। সেসব নারীকে বিদেশে মোটা অংকের টাকার চাকুরীর লোভ দেখানো হয়। পরে সোমবার দুপুর ১ টার দিকে ওই স্থানে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালাতে চাইলে ওই তিন মানবপাচারকারীকে আটক করা হয়। সেই সঙ্গে জড়ো হওয়া স্থান থেকে প্রতারণার শিকার ৬ নারীকেও উদ্ধার করা হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন