লক্ষ্মীপুরে ২৭টি প্রতিষ্ঠানে ৬৬৭ কেজি মাছের পোনা অবমুক্তি

  23-09-2019 08:01PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে অভ্যন্তরীন জলাভূমি/ বর্ষা প্লাবিত খানক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তির কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে শহরের শিশু পার্ক সংলগ্ন রহমত খালী খালে পোনা অবমুক্তির কার্যক্রম করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সারোয়ার জামান, সিনিয়র সহকারী পরিচালক এরশ্বাদ মিয়া প্রমুখ।

উপজেলা মৎস্য অফিস জানায়, এই কার্যক্রমের মাধ্যমে মোট ২৭ টি প্রতিষ্ঠানে ৬৬৭ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন