পিরোজপুরে স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসি

  23-09-2019 09:58PM

পিএনএস ডেস্ক : পিরোজপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে হত্যার অভিযোগে ইদ্রিস জোমাদ্দার নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার (২৩) জেলার মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলীর ছেলে। নিহত ফয়সাল (০৮) উপজেলার একই গ্রামের বাদল জোমাদ্দারের পুত্র।

বাদী পক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ২ ডিসেম্বর সকালে ফয়সালের মা টাকা তোলার জন্য মঠবাড়িয়া শহরের উত্তরা ব্যাংকে যায়। দুপুরে ফয়সাল স্কুল থেকে ফিরে বাড়ির মসজিদের সামনে খেলা করছিল। এসময় আসামি ইদ্রিস ফয়সালকে ডেকে বাগানে নিয়ে যান। এরপর থেকে ফয়সালকে আর খুঁজে পাওয়া যায়নি। ফয়সালের মা ব্যাংক থেকে ফিরে ছেলেকে না পেয়ে থানায় জিডি করেন। ৯ ডিসেম্বর বাড়ির পাশের বাগানের মধ্যে ফয়সালের লাশ দেখতে পায় এক প্রতিবেশী।

এ ঘটনায় মা আসমা বেগম বাদী হয়ে ইদ্রিসকে সন্দেহভাজন আসামি করে হত্যা মামলা দায়ের করে। ২০১৬ সালের ২১ ডিসেম্বর সিআইডির ইনেসপেক্টর ইউনুছ আলী ইদ্রিসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন