বরগুনায় ৫ হাজার মিটার জাল জব্দ

  12-10-2019 12:52PM


পিএনএস ডেস্ক: ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ হাজার মিটার জাল জব্দ করেছে বরগুনা মৎস্য বিভাগ।

শুক্রবার রাতে বিষখালী ও বুড়িশ্বর নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার এই জাল জব্দ করা হয়। বরগুনা জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিষখালী, বুড়িশ্বর (পায়রা) এবং সাগর মোহনায় ১৮টি পয়েন্টে অভিযান পরিচালিত হয়ে। এ সময় ৫শ' কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। এছাড়া প্রায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমদের মধ্য বিতরণ করা হয়েছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন