ডিমলায় ডিলার সম্মেলন অনুষ্ঠিত

  12-10-2019 04:04PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “তিস্তা সীড্স- এর ফলন বেশী তাই কৃষকের মুখে হাসি” ও “সঠিক চাষে সঠিক ফলন একর প্রতি ১৪৫-১৫০মণ” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলায় ছোটখাতা লালজুম্মা সংলগ্ন মাঠে বাংলাদেশে একমাত্র আমদানী কারক ও পরিবেশক তিস্তা সীড্স- শুঠিবাড়ী, ডিমলার আয়োজনে ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়।

১২ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্জ্ব রেজাউল করীমের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আলম (পাটগ্রাম), আলহাজ্জ্ব আব্দুস সবুর (হাতিবান্ধা), তিস্তা সীড্স কোম্পানী চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ম্যানেজিং ডাইরেক্টর আলমগীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, ডাইরেক্টরস অফ কোম্পানী সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান ঝুনু, আশাদুজ্জামান প্রমুখ। উল্লেখ্য যে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন বৃহত্তর রংপুর বিভাগের বীজ ডিলারগণ।সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষি প্রধান এ দেশে তিস্তা সীড্স কোম্পানীর বীজ তিস্তা-১, তিস্তা-৭, ডালিয়া- ৪৫৫৫, তিস্তা গোল্ড-৯১৩০ অল্প সময়ে যে পরিচিতি অর্জন করেছেন তা প্রশংসনীয়। সেক্ষেত্রে কোম্পানীর মালিক ও পরিচালক যারা আছেন, তারা যেন কৃষকদের মুখে হাসি ফোটানোর ব্যাপারে রোপনকৃত বীজের গুনগত মান বজায় রেখে বাজার জাত করেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন