ইলিশ ধরার অপরাধে ফরিদপুরে ৬০ জেলেকে কারাদণ্ড

  15-10-2019 01:06PM


পিএনএস ডেস্ক: পদ্মা ও আড়িয়াল খাঁ নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ফরিদপুরের সদরপুর থেকে ৬৮ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে ৬০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বাকি ৮ জন নাবালক থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এসময় ৭০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুরের সহকারী কমিশনার ভুমি সজল চন্দ্র শীল।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম। পরে আটককৃতদের পুলিশের সহায়তায় কারাগারে পাঠানো হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন