বরিশালে বাস কেড়ে নিলো ২ প্রাণ, আহত ৫

  15-10-2019 06:10PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দা’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ যাত্রী।
তারা সবাই মাহিন্দা’র যাত্রী ছিলেন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি রোর্ড সংলগ্ন বৈদ্যপাড়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টেম্পোর যাত্রী ঝালকাঠীর কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৬০), ও ঝালকাঠীর দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী নিপা মিস্ত্রি (৩০)। আহতরা হলেন, শাকিল আহমেদ (১৮), ফয়সাল (২৫) হৃদয় (২৫), ইলিয়াস (২৬), রাজিব (৪২) ও আজ্ঞাত পরিচয়ের এক যুবক। বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল জানান, বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দা মুখোমুখি সংঘর্ষে টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ৮ জন আহত হন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর অবস্থা। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

শেবাচিম হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এবি নাজমুল আহতদের বরাত দিয়ে জানান, হাসপাতালে আনার পর আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পৌনে ১টার দিকে গুরুতর আহত নিপা মিস্ত্রিও মারা যান।

বিআরটিসি বরিশাল ডিপো সূত্রে জানা গেছে, ডিপোর ৬টি ডাবল ডেকার বাসের সবগুলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য ইজারা দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির চালক ছিলেন সোহেল রানা।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন