মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর নদী থেকে লাশ উদ্ধার

  15-10-2019 07:16PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে গুলিশাখালী ফরেষ্ট টহল ফাঁড়ি এলাকা থেকে নিখোঁজের একদিন পরে মনোয়ার হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তার স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার ভোলা নদীর হাগির টিলা খালের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মনোয়ার হাওলাদার উপজেলার গুলিশাখালী গ্রামের মোনাফছের হাওলাদারের ছেলে। রোববার মোংলা থেকে কাঠ কাটিয়ে ট্রলার যোগে রাতে তিনি বাড়ি ফিরছিলেন। মনোয়ার হাওলাদারের স্ত্রী ময়না বেগম জানান, রাত প্রায় ১২ টার দিকে স্বামীর সঙ্গে তার কথা হয়। রাত একটা থেকে ফোনে তাকে আর পাওয়া যাচ্ছিলনা। সকালে জানতে পারি গুলিশাখালী ফরেষ্ট ক্যাম্পের কাছে কাঠবোঝাই ট্রলার ভাসতেছে এবং ওই ট্রলারে তার মোবাইল ফোনটি পড়ে আছে।

গুলিশাখালী ফরেষ্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফছার উদ্দিন জানান, মধ্যরাতে একটি ট্রলার ভাসতে ভাসতে ক্যাম্পের কাছে পৌছে। ট্রলারের ভেতরে মনোয়ারের মোবাইল ফোনটি পাওয়া যায়।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন