গৃহবধূকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা

  16-10-2019 12:35AM

পিএনএস ডেস্ক: ফরিদপুরে নিজ বাড়িতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম ঝর্ণা মণ্ডল (৪২)।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার সম্প্রসারিত ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী বেড়িবাঁধ সংলগ্ন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঝর্ণা একই গ্রামের দুলাল মণ্ডলের স্ত্রী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুলাল মণ্ডল পেশায় রাজমিস্ত্রি। তার ছেলে কৃষ্ণ মণ্ডল (১৯) পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করে। মেয়ে বন্যা (১৭) দুর্গাপূজার আগে মামাবাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে নাস্তা করে দুলাল ও তার ছেলে কৃষ্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন। তখন ঝর্ণা একাই বাড়িতে ছিলেন। পরে দুপুর আড়াইটার দিকে প্রতিবেশীরা ঝর্ণাকে হত্যার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন বলেন, ‘স্বামী ও ছেলে বাড়ি থেকে বের হওয়ার পর দিনের কোনো এক সময়ে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূ ঝর্ণাকে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করা হয়। যে ঘরে এই হত্যাকাণ্ড ঘটেছে তার দরজা খোলাই ছিল।’

গঙ্গাবর্দী বেড়িবাঁধ এলাকার বাসিন্দা কাদের মোল্লা বলেন, ‘দুলাল ও তার পরিবারের সদস্যরা নিরীহ প্রকৃতির। ২০ বছর আগে নদীভাঙনের শিকার হয়ে এই পরিবারের সদস্যরা এলাকায় জমি কিনে বসবাস করে আসছে। তাদের কোনো শত্রু আছে বলে কখনই শোনা যায়নি।’

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘এটি একটি ‘ক্লিন’ হত্যাকাণ্ড। হত্যাকারীরা হত্যা করতেই এসেছিল। তারা কোনো সহায়-সম্পত্তির ওপর হাত দেয়নি।’

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন