সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবীতে সুন্দরগঞ্জে জাসদের বিক্ষোভ

  16-10-2019 06:16PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাসদের উদ্যোগে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবীতে এক গণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বুধবার বিকেলে এই গণ মিছিল শেষে শহরের বঙ্গবন্ধু চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি মুসলিম আলী মাষ্টার, সাধারণ সম্পাদক মুন্সি আমিনুল ইসলাম সাজু, জাসদ নেতা এড. মুহাম্মদ আলী প্রামাণিক, ফরহাদ হোসেন প্রামাণিক, আনারুল ইসলাম, কর্ণেল তাহের স্মৃতি সংসদের সভাপতি শাহাদৎ হোসেন সবুজ, শ্রমিক জোট সভাপতি শাহ আলম ভুইয়া, নুর-ইসলাম আঙ্গুর, সাইদুর, ক্বারী আবু জাহেদ খান, জিয়া, দিলীপ চন্দ্র, জাহাঙ্গীর প্রমূখ।

বক্তারা বলেন দেশ শান্তি, স্থিতিশীলতা উন্নয়ন উৎপাদনের পথে অনেক এগিয়েছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, ক্ষমতাবাজি, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকের ব্যবহারসহ সামাজিক অনাচার-অবিচার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্র বিশেষে অপরাধীরা রাজনৈতিক ক্ষমতার মদদপুষ্ট হয়ে প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। যার ফলে সমাজে বৈষম্য বেড়েছে। বেড়েছে সামাজিক অস্থিরতা অসহিংষ্ণুতা। তাই উন্নয়ন উৎপাদনের ধারায় দেশকে এগিয়ে নিতে সুশাসনের কোনো বিকল্প নাই। বক্তারা জাসদ কর্মী নিখিল হত্যার দ্রুত বিচার দাবী করেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন