মসজিদের টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা

  19-10-2019 07:20PM

পিএনএস ডেস্ক : শরীয়তপুর পৌরসভার তুলাসার (পাকার মাথা) এলাকার বাইতুল আমান জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে চুরি করার সময় শামীম মাঝি (২২) নামে এক যুবককে আটক করেছে জনতা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এক যুবক পৌরসভার তুলাসার (পাকার মাথা) এলাকার বাইতুল আমান জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে প্রায় ৮ হাজার টাকা চুরি করে। এ সময় পাকার মাথা বাজারের নাইটগার্ড টের পেয়ে বাজারের ব্যবসায়ীদের জানায়।

বাজারের ব্যবসায়ীরা তাকে হাতেনাতে চুরি করা টাকাসহ আটক করে। পরে উৎসুক জনতা তাকে গণপিটুনি দিয়ে চুল কেটে ছেড়ে দেয়। চোর শামীম নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার বাসিন্দা। পদ্মার ভাঙ্গনে বাড়িঘর ভেঙ্গে যাওয়ায় কয়েক বছর যাবৎ ঢাকার গেণ্ডারিয়া এলাকায় বসবাস করে বলে জানা যায়।

ইতিপূর্বে শামীম একটা সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকরি করত। ৩ মাস পূর্বে চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়ে। এরপর থেকে সে চুরি করা শুরু করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন