সুন্দরগঞ্জে ফলদ বৃক্ষ মেলা শুরু

  20-10-2019 07:37PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে বৃক্ষ মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, সমাজ সেবক সাদেকুল ইসলাম দুলাল, গণ উন্নয়ন কর্মী রবিউল হাসান, নার্সারী মালিক তৌফিক খন্দকার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পিপিআই সাদেক হোসেন। এর আগে ফিতা কেটে ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টোল ঘুরে ফিরে দেখেন অতিথিবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন