গৃহবধূকে হত্যা, নাকি আত্মহত্যা!

  20-10-2019 08:06PM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পল্লীতে গৃহবধূকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে এ নিয়ে গুঞ্জন চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রকৃত রহস্য জানতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনাটি গত ১৯ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের ফুলপুর পশ্চিম পাড়ায় ঘটেছে।

জানা গেছে, উপজেলার অমরপুর ইউনিয়নের পাইকান মথুরাপুর গ্রামের ফুলপুর পশ্চিম পাড়ার ট্রাক্টর চালক আরিফ হোসেনের স্ত্রী আফছানা মিমির (২২) মরদেহ নিজ ঘরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকেরা থানায় সংবাদ দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চিরিরবন্দর থানার এস আই তাজুল ইসলাম জানান, শরীরে জখমের চিহ্ন ছিলনা, তবে সন্দেহজনক আলামত ও পরিবারের সকল লোকজন একযোগে পলাতক থাকায় প্রকৃত কারণ পাওয়া যায়নি। এজন্য অপমৃত্যু মামলা না করে সাধারণ ডাইরীমূলে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ রিপোর্ট পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন