ময়মনসিংহে রহস্যজনক লাগেজটি ঘিরে র‌্যাব-পুলিশ

  21-10-2019 08:10AM



পিএনএস ডেস্ক: ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে সন্দেহজনক একটি ল্যাগেজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে ল্যাগেজটিকে ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। সেই সঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে রোববার বেলা ১১টা থেকে লাল রঙের একটি বড় ল্যাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালুর বস্তা দিয়ে জায়গাটি ঘিরে রেখেছে।

স্থানীয় দোকানদার শাহ আলম বলেন, রোববার বেলা ১১টা থেকে আমার দোকানের পাশে ল্যাগেজটি পড়ে আছে। সারা দিনেও কেউ এটি নিতে না আসায় পুলিশকে জানাই।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‌্যাবের সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি জানান, লাল রঙের ল্যাগেজটি রহস্যজনক। তবে ল্যাগেজটিতে কোনো মরদেহ নেই, থাকলে এতক্ষণে গন্ধ বের হতো। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন। আসলে বোঝা যাবে ল্যাগেজটিতে আসলে কী আছে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন