ডিমলায় কৃষক মাঠ দিবস পালিত

  21-10-2019 10:04PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজিপুর, রোপা আমন-আলু-বোরো শস্য বিন্যাসে ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৭৫ জাত সমূহের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর ডিমলা নিজপাড়া কেজি স্কুল মাঠে ফলিত গবেষণা বিভাগ, গাজিপুর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর সহযোগীতায় প্রদর্শনী শেষে সমাজসেবক জেনাতুল্যাহ মিয়ার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফলিত গবেষণা বিভাগ বৈজ্ঞানিক আফরোজ জাহান (গাজিপুর), এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি আফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, বৈজ্ঞানিক সহকারী নিজামল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায়। এছাড়াও ব্রি-৭১ ও ব্রি-৭৫ এর চাষকারী কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হক।

সভায় বক্তাগণ বলেন স্বল্প সময়ে বেশি ফলন এবং ধান কর্তনের পর একই জমিতে কৃষক গণ যেন রবি শস্য চাষাবাদ কওে লাভবান হয় সেক্ষেত্রে গবেষণার ফলস্বরূপ হিসেবে ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৭৫ আবিষ্কার করা হয়েছে। যার প্রদর্শনী প্লট কৃষক আব্দুল হকের জমিতে করা হয়েছে। তিনি লাভবান হলে আশাকরি আপনারাও সেদিকে মনোনিবেশ করবেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন