কুলাউড়ায় ট্রাক ভাঙচুর করল বীরবাহাদুর, আহত ৩

  22-10-2019 08:50AM


পিএনএস ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেরিনা চা বাগানে অবস্থানরত হাতি বীরবাহাদুরের আক্রমণে ৩ জন আহত হয়েছেন।

সোমবার সকালে কুলাউড়া-ফুলতলা সড়কে আদাআদি টিলাসংলগ্ন এলাকায় উন্মত্ত হাতিটি একটি ট্রাকও ভাঙচুর করেছে।

স্থানীয় লোকজন জানান, সকালে কুলাউড়া-ফুলতলা পাহাড়ি সড়কে আদিআদি নামক স্থানে হাতিটি অবস্থান নেয়। সকালে ট্রাকযোগে ২০-২৫ জন বাঁশ মহালের শ্রমিক পাহাড়ে যাচ্ছিল। ট্রাকটি হাতির সামনে পড়ে। উন্মত্ত হাতি ট্রাক ও ট্রাক বোঝাই শ্রমিকদের ধাওয়া করে।

এ সময় ট্রাক ফেলে চালক ও শ্রমিকরা পাহাড়ে দিকে পালিয়ে আত্মরক্ষা করে। হাতির ধাওয়ায় বাঁশমহালের শ্রমিক কাইয়ুম (১৭), কাছিম আলী (৬০) ও সিপার (৩৮) আহত হন। হাতিটি ট্রাকের ওপর হামলা ও ভাঙচুর চালায়।

বিকাল ৪টা পর্যন্ত হাতিটিকে ভাঙচুরকৃত ট্রাকের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন স্থানীয় লোকজন।

এদিকে হাতি কুলাউড়া-ফুলতলা সড়কে অবস্থানের পর থেকে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

কুলাউড়া রেঞ্জের বিট অফিসার রিয়াজ উদ্দিন জানান, হাতিটি খুব বড়। হাতির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। খুব দ্রুত হাতিটিকে আয়ত্বে আনার চেষ্টা চলছে। রোববার থেকে ওই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন