গাজীপুরে কারখানায় আগুন

  22-10-2019 02:30PM


পিএনএস ডেস্ক: গাজীপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার সুতা তৈরির মেশিন, সুতা ও তুলা পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: মামুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নারায়ণকুল এলাকায় একটি কারখানার সুতা তৈরির ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তই আগুন ১০০ ফুট বাই ৬০ ফুট প্রস্থবিশিষ্ট টিনসেড বিল্ডিংয়ের পুরো সুতা তৈরির ইউনিটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর দুটি ও কালীগঞ্জের একটিসহ মোট তিনটি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। তবে পাশের গ্লাস ফোম তৈরির ইউনিট ও গোডাউন আগুন থেকে রক্ষা পায়।

তিনি আরো জানান, কারখানাটিতে গ্লাস ফোম ও সুতা তৈরি হয়। আগুনে কারখানার সুতা তৈরির মেশিন, সুতা ও তুলা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ অথবা সুতা তৈরির মেশিনে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান। কারখানাটি চালু থাকলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন