পুঠিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধান বৃত্ত আটক

  22-10-2019 03:20PM


পিএনএস ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় কিশোর অপরাধ চক্রের নারী সদস্যের পর গ্যাং প্রধান মাহফুজুর রহমান ওরফে বৃত্তকেও (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বানেশ্বর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বৃত্ত উপজেলার পৌর এলাকার বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা আতাউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও পুঠিয়া থানার এসআই সাজ্জাদ হোসেন।

তিনি জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লার একটি পরিত্যক্ত ভবনে তিন কিশোরকে আটকে রেখে নির্যাতন করা ছাড়াও গ্যাংয়ের নারী সদস্য দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা কৌশলে পালিয়ে এসে পরের দিন বৃত্তকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পর চক্রটির এক নারী সদস্যসহ সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে গ্যাংয়ের মাস্টারমাইন্ড মাহফুজুর রহমান ওরফে বৃত্ত বলে তারা পুলিশকে জানিয়েছে।

এছাড়াও ঘটনার কথা স্বীকার করে গ্রেফতারকৃত নারী সদস্য সাকিলা খাতুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান এসআই সাজ্জাদ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন