ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  08-11-2019 04:23PM

পিএনএস ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ( বিএসএফ) গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী সুমন হোসেন (২৫) নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন, সুমন গরু আনতে অবৈধ ভাবে ভারতে যান। শুক্রবার ভোর ৪টার দিকে গরু নিয়ে ফেরার পথে ৬০/ ১৩৩ -১৩৪ আর পিলারের মাঝ খানে শিলগেট এলাকায় ভারতের ৩শ গজ ভেতরে পাখিউড়া ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। এরপর নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ এসে লাশ নিয়ে যায়।

তিনি আরো জানান, সুমনের লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন