চট্টগ্রামে কাদায় আটকে পড়া সেই হাতিটি মারা গেছে!

  10-11-2019 03:27PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নারিশ্চা চাকমার জুম এলাকায় কাদায় আটকে পড়া হাতিটি মারা গেছে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও হাতিটিকে বাঁচাতে পারেননি।

গত ৮ নভেম্বর চুনতি অভয়ারণ্যের এ হাতিটি খাবারের খোঁজে এসে নারিশ্চা চাকমার জুম এলাকায় কাদা মাটিতে আটকে যায়। পরদিন পদুয়া রেঞ্জ ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্তৃপক্ষ মৃতপ্রায় হাতিটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় হাতিটির মৃত্যু হয়।

চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মন্জু আলম জানান, হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী শুকনা জায়গায় তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চকরিয়া সাফারি পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে এনে হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এ বিষয়ে চিকিৎসক মোস্তফিজুর রহমান বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেও হাতিটিকে বাঁচাতে পারিনি। হাতিটা কিছুটা খাবারও খেয়েছিল। কিন্তু সকালে মারা যায়। হাতিটির বাম পায়ে পচন ধরেছে।

পদুয়া রেঞ্জ কর্মকর্তা সারোয়ার জাহান জানান, হাতিটির ময়নাতদন্তের পর মাটিতে পুঁতে ফেলা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন