ঘূর্ণিঝড় বুলবুল: ভোলায় ট্রলার ডুবে নিখোঁজ ১০

  10-11-2019 09:08PM

পিএনএস ডেস্ক : ভোলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবিতে ১০ জেলে নিখোঁজ রয়েছেন। রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে মাছ ধরার ট্রলারটি ইলিশার জনতাবাজার এলাকায় ডুবে যায় বলে জানায় কোষ্টগার্ড। এতে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন আরও ১০ জেলে।

ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফট্যনেন্ট মাহবুবুল আলম শাকিল জানান, ট্রলারটিতে ২০ জন জেলে ছিল। মাছ ধরার ট্রলারটি চাঁদপুর থেকে মাছ বিক্রি করে চরফ্যাশনে ফেরার পথে ইলিশার জনতাবাজার এলাকায় মেঘনাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোষ্টগার্ড ২ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে আরও ৮ জেলে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। বাকি ১০ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত থাকায় অন্য জেলেরা ভেসে দূরে চলে যেতে পারে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রলারের মধ্যেও কয়েকজন জেলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন