ডিমলায় আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  11-11-2019 08:04PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে, দলকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষে ত্রি-বার্ষক ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়।

১১ নভেম্বর সকাল ১১ টায় বাইশপুকুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের- এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক, তামজিদুর রহমান তামজিদ, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া, আবুল কাশেম বাঘ, মোশারফ হোসেন, যুগ্ন আহবায়ক ইউপি সদস্য রমজান আলী, আসাদুজ্জামান, অন্নদা মোহন রায়, বিপুল কুমার সেন প্রমূখ। কাউন্সিল গঠণের প্রথম আর্ধে আলোচনা সভা, দ্বিতীয় আর্ধে কাউন্সিল গঠন প্রক্রিয়ার ধারা শুরু হলে সাধারণ সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে হামিদুর রহমান নির্বাচিত হন। সভাপতি পদে নির্বাচন কারণ বসতঃ স্থগিত করা হয়। এর পর বিকাল ৪টায় একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাকিনা চাপানী সপ্রাবি মাঠে বাবু নিরেন্দ্র নাথ রায়- এর সভাপতিত্বে উপরোক্ত ব্যক্তিদ্বয়ের উপস্থিতিতে একই প্রক্রিয়ায় ৩নং ওয়ার্ড কাউন্সিল সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় সাবেক সভাপতি নরেন্দ্র নাথ রায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আব্দার রহমান নির্বাচিত হয়।

উল্লেখ্য যে, উক্ত ওয়ার্ডদ্বয়ের কাউন্সিল গঠণের পূর্বে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিশা চাপানী যুবলীগ আয়োজনে ডালিয়া নতুন বাজার পার্টি অফিস থেকে এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ডালিয়া-জলঢাকা হাইওয়ে রোড প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় যুবলীগ আহবায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক পাইলট, আনিছুর রহমান, লোকমান হোসেন, মিজানুর রহমান, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন