পাইকগাছায় নানা আয়োজনে রাস উৎসব

  12-11-2019 05:55PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় নানা আয়োজনে রাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপি ছিলো পূজা অর্চনা, গীতা পাঠ, স্নান, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ী), পৌরসভা কেন্দ্রীয় মন্দির (বাতিখালী হরিতলা), বাজার পূজা মন্দির, শিববাটী পূজা মন্দির, শিববাটী পূর্ব পাড়া ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে পৌরসভার শিববাটীতে রাসমেলা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, রাসমেলা উদযাপন কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু জেলা সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, পৌরসভার প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, ও আসমা আহম্মেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, রাস মেলা উদযাপন কমিটির সম্পাদক হিরেন্দ্র নাথ সানা, ষোলআনা ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, কোষাধাক্ষ মৃত্যুনঞ্জয় সরদার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আফি আজাদ বান্টি প্রমুখ।

জগদীশ রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন মৃনাল কান্তি সানা, সুজন কুমার সানা, বিভুতি সানা, প্রশান্ত কুমার মন্ডল, উদয় কুমার সানা, জয়ন্ত কুমার মন্ডল, সমর মন্ডল, অমর মন্ডল, বিরাজ মন্ডল, দিপক সরদার, দুলাল শীল, দিপংকর মন্ডল, রঞ্জন মন্ডল, উত্তম সানা, সুকৃতি সরদার, বিকাশ সরদার, লিটন সানা, সুভাষ মন্ডল, মুক্ত অধিকারি ও বিপ্লব সানা প্রমুখ। অপরদিকে উপজেলার লতার কাঠামারি ও কপিলমুনি তালতলা স্লুইস গেট সংলগ্ন সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে রাস উৎসব পালিত হয়েছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন