মহাদেবপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

  13-11-2019 04:45PM

পিএনএস, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে কৃষকরা অল্প সময়ে অধিক লাভজনক বিভিন্ন ফসল চাষের দিকে ঝুঁকছেন। তারই ধারাবাহিকতায় উন্নত মানের সরিষা বীজ উৎপাদনের লক্ষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকরা নিজের জমিতে সরিষা চাষ করার মাধ্যমে বীজ উৎপাদন করে নিজেরাই সংরক্ষণ ও বাজারজাত করবেন।

এ লক্ষ্যে মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রাঙ্গনে ১০জন কৃষকের মাঝে উন্নত জাতের সরিষা বীজ, সার, বালাইনাশক, চালনী, প্যাকেজিং মেশিনসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ উপকরনগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, আলী রিয়াজ, এসডি এগ্রোভেট লি: এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহিনুর আলম শাহিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ওসমান আলী প্রমুখ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন