শেরপুরে আওয়ামী লীগের কর্মী সম্মেলন

  14-11-2019 08:03PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : আওয়ালীগের মধ্যে অসংখ্য ত্যাগি নেতাকর্মী রয়েছেন। দুর্দিনে তাঁদের আত্মত্যাগের জন্যই কেউ দলটির ক্ষতি করতে পারেনি। আগামিতে তৃণমূলের ওইসব ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। সব সময় তাঁদের পাশেই থাকতে হবে। নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও কোন বিরোধ নেই। দলকে আরও সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করছেন।

বৃহস্পতিবার (১৪নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মজিবর রহমান মজনু এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আ.লীগ নেতা মজিবর রহমান মজনু আরও বলেন, আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য সরকারের সব উন্নয়ন কর্মকা- জনগণের সামনে তুলে ধরতে হবে। দেশ ও জাতীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান টিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুল, শ্রম বিষয়ক সম্পাদক এমএম রুহুল আমিন তারিক, উপ-দপ্তর সম্পাদক মাশরাফী হিরো। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেক, মোস্তাফিজুর রহমান ভুট্টো, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শুভ, মো. সোহেল রানা ও উপজেলার পৌরসভাসহ উপজেলার দশ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। এদিকে সম্মেলনের শুরুতেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দলের জাতীয় ও স্থানীয় প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আগামি সাত ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামীলীগের কাউন্সিল সফল করতেই এই কর্মী সম্মেলন ডাকা হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন