অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ২০

  15-11-2019 09:45PM

পিএনএস ডেস্ক : মাদারীপুর সদর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বাৎসরিক গুরুসেবা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খাবার খেয়ে ২০ জন অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মস্তফাপুর চতুরপাড়া গ্রামের দুলাল ঘোষের বাড়িতে খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।

এর মধ্যে গুরুতর অসুস্থ ছয়জনকে ওই রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে মস্তফাপুর চতুরপাড়া গ্রামের গপি ঘোষের বাড়িতে সকালে গুরুসেবা উপলক্ষে ভাতের মার ও ঘি খাওয়ানো হয়। দুপুরে দুলাল ঘোষের বাড়িতে ভাত, বেগুন ভাজা, চাটনি, ডাল ও মিষ্টান্ন খাওয়ানো হয়। এরপর সন্ধ্যা থেকেই খাবার খাওয়া লোকজন পেটের পিড়ায় অসুস্থ হতে থাকে। এর মধ্য ছয় জনকে রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গপি ঘোষ বলেন, ‘আমি সকালে যে খাবার খাইয়েছি তাতে কোনো সমস্যা হয় নাই। দুলাল যে খাবার তৈরি করেছিল সেটা পাশের একটি পুরানো ঘরে রেখেছিল সেখান থেকে খাবারে কোনো ময়লা পড়তে পারে।’

তবে দুলাল দুলাল ঘোষের স্ত্রী সন্ধ্যা ঘোষ বলেন, ‘আমাদের খাবার খেয়েই অসুস্থ হয় নাই, যারা অসুস্থ হয়েছে তারা তিন স্থানে খাবার খেয়েছে। হয়তো তাদের শারীরিক সমস্যা রয়েছে, কারণ শতাধিক লোক খাবার খেয়েছে তাদের কিছু হয় নাই, আমাদেরও কিছু হয় নাই।’

অসুস্থ হয়ে পড়া বিজয় ঘোষ বলেন, ‘আমি যে অসুস্থ হয়েছি তাতে আমি আগামীতে আর গুরুসেবার খাবার খাব না।’

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে পেটের সমস্যা জনিত কারণে ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সাধ্যমত তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছি।’

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন