ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গৃহশিক্ষক গ্রেফতার

  16-11-2019 05:22PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৫নভেম্বর) ভোররাতে পৌরশহরের পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই শিক্ষকের নাম মো. মিনহাজুল ইসলাম আকন্দ (৩২)। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার গ্রামের বাসিন্দ। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যায়।

একপর্যায়ে ওই শিক্ষক ছাত্রীটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর চিৎকারে লম্পট গৃহ শিক্ষকের স্ত্রীসহ আশপাশের লোকজন এগিয়ে এসে ছাত্রীকে রক্ষা করেন। পরে ওই ছাত্রী শিক্ষকের বাড়িতে বই-খাতা ফেলে দৌড়ে নিজের বাড়িতে চলে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়। এরপর ছাত্রীর পরিবার ঘটনাটি থানা-পুলিশকে জানায়। একইসঙ্গে ছাত্রীর বাবা বাদি হয়ে লম্পট শিক্ষক মিনহাজুলকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর থেকেই দীর্ঘদিন তিনি পালিয়ে থাকেন। তবে তাকে ধরতে একাধিকবার তৎপরতা চালায় পুলিশ। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে পুলিশ অভিযান চালায় এবং উক্ত স্থান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন