বিরামপুরে বিনামূল্যে চোখের অপারেশন

  17-11-2019 05:16PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : প্রস্তাবিত জেলা শহর বিরামপুরে অসহায় ও দরিদ্র রোগীদের ইনসানিয়াত সোসাইটি ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম যৌথ উদ্দ্যেগে দিনাজপুর দক্ষিনাঞ্চলের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার রোগীদের বিনামূল্যে চোখের সানি অপারেশন ও লেন্স সংযোজন করা হয়েছে।

১৭ নভেম্বর রবিবার চক্ষু বিশেষজ্ঞ ও অধ্যাপক ডাঃ মোঃ মোখলেছুর রহমানের তত্বাবধায়নে ডাঃ ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে পাঁচটি প্যাকেজের আওতায় ১০০ জন রোগীর অপারেশন সর্ম্পূণ হয়েছে।

ডাঃ মোঃ মোখলেছুর রহমান বলেন, ইনসানিয়াত সোসাইটি’র প্রকৌশলী মোঃ ফরহাদ রেজা এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের সেবায় মহান উদ্যেগ গ্রহন করেছে।

ডাঃ মোঃ ইমার উদ্দিন কায়েস বলেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সভাপতি বিগ্রেডিয়ার (অবঃ) মাসুদ আলী খানের তত্বাবধায়নে অত্র অঞ্চলের চারটি উপজেলার মানব সেবায় এক বীরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

চোখ অপারেশন করতে আসা রোগী মনোয়ারা বলেন, “আমরা গরিব মানুষ এত টাকা ব্যয় করে চখের অপারেশন করা সম্ভব নয় বা” যারা এ আয়োজন করেছে আল্লাহ অমাক ভালো করুক।
এছাড়াও হাইড্রোসিল হারনিয়া, ইউট্রাস অপারেশন ও ইতিমধ্যে এ সংগঠনের মাধ্যমে সর্ম্পূণ হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন