১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে

  18-11-2019 04:51PM



পিএনএস ডেস্ক: খুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন নামঞ্জুর হওয়া ব্যাংক কর্মকর্তারা হলেন- সোনালী ব্যাংক, খুলনা করপোরেট শাখার সাবেক উপমহাব্যবস্থাপক সমীর কুমার দেবনাথ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ তৈয়াবুর রহমান।

এই মামলায় প্রধান আসামি মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এসএম এমদাদুল হোসেন পলাতক।

জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে তিন দফায় ব্যাংক থেকে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে আত্মসাৎ করেন। এতে সুদাসলে ব্যাংকের মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি খানজাহান আলী থানায় মামলা করে দুদক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন