নাটোরে ১০০ টাকা কেজিতে লবণ বিক্রি

  19-11-2019 07:02PM

পিএনএস ডেস্ক : নাটোরের সিংড়া উপজেলায় গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বিভিন্ন বাজারে অভিয়ান চালিয়ে ওই দুজনকে মোট আট হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, লবণের কেজি ২০০ টাকা হবে-এমন গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সিংড়ার বিভিন্ন বাজারে। গতকাল সোমবার থেকে একই গুজব দেশের বিভিন্ন স্থানেও ছড়ায়। গুজবের কারণে লবণ কিনতে ভিড় করে সিংড়ার সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে ৩০ টাকা কেজির লবণ ১০০ টাকায় বিক্রি শুরু করেন সেখানকার ব্যবসায়ীরা।

পরে খবর পয়ে ইউএনও সুশান্ত কুমার মাহাতো সিংড়া শহরের বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে সুসিল সাহা নামের দোকানীকে পাঁচ হাজার টাকা এবং বামিহালের দুর্গাপুরে মানিক হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের পর বিভিন্ন স্থানে পথসভা করেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। লবণের দাম বৃদ্ধি নিয়ে এসব গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন