ডিমলায় আ'লীগের কমিটি গঠনে সংঘর্ষে আহত ৫

  19-11-2019 09:44PM

পিএনএস, নীলফামারী ডিমলা প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চৌধুরী পাড়া দাখিল মাদ্রাসা মাঠে ১৭ নভেম্বর বিকাল ৩ টায় ৫ নং ওয়ার্ডের কমিটি গঠনকে নিয়ে কেন্দ্র করে ধাওয়া, পাল্টা ধাওয়া হলে এতে আনসারসহ আহত -০৪ ।

ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা যায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তার তালিকাভূক্ত ১৩৫ জন ভোটারের কথা উল্লেখ করেন। তার তালিকায় বিএনপিসহ রাজাকারের সন্তানদের নাম সংযুক্ত আছে। এমন অভিযোগ করে আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের প্রস্তাবিত সভাপতি পদ প্রার্থী দেলোয়ার হোসেন চৌধুরী, প্রস্তাবিত সাধারন সম্পাদক যোগেন্দ্র নাথ আরও বলেন ডিমলা উপজেলা পর্যবেক্ষক ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়। উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন সভাপতি ও সম্পাদক গঠনতন্ত্রের আলোকে হবে । তার এই বক্তব্যে প্রেক্ষিতে সাবেক সহঃ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (ইউপি সদস্য) ও মোঃ আলমগীর হোসেন রিপু সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রস্তাব আনায়ন করা হয় । সাধারন সম্পাদক পদে বাবু যোগেন্দ্র নাথ রায় সহকারী শিক্ষক , বাবু তরনী মোহন রায় এর নাম প্রস্তাব রাখা হয়। এতে উভয়পক্ষের সমর্থনকারীদের দুই ভাগ হতে বললে আলমগীর হোসেন রিপু গ্রুপ তার পরাজয় নিশ্চিত জেনে এক পর্যায়ে চেয়ার দিয়ে পাল্টা পাল্টি আক্রমন শুরু হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিনসহ আরও ০৪ জন মারাত্মকভাবে আহত হয়। এমতাবস্থায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহোদয় কমিটি গঠন স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন । এদিকে বিপক্ষ সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থী বলে বেড়াচ্ছে যে সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে তাদেরকে ঘোষনা করা হয়েছে। তারা আরও বলেন প্রকৃত পক্ষে এরুপ যোকসাজশ এর মাধ্যমে কমিটি গঠন করা হলে ত্যাগী নেতা কর্মী দলীয় পদ হতে বঞ্চিত হবে এবং সংগঠনের অত্যন্ত ক্ষতির কারন হবে । অতএব তদন্তপূর্বক সহৃদয় হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ আওয়ামীলীগ জেলা ও ডিমলা উপজেলা শাখা সভাপতি/ সাধারন সম্পাদক বরাবরে অনুলিপি প্রদান করেন এবং নেতা কর্মীদের সমর্থনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন