টাঙ্গাইল শহরে ১৪৪ ধারা জারি

  21-11-2019 10:46AM

পিএনএস ডেস্ক : দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে টাঙ্গাইল শহরে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটতে পারে এমন আশঙ্কায় শহরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার পাল্টাপাল্টি কর্মসূচিতে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে উত্তেজনা বিরাজ করছে।

এমন পরিস্থিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন