অবশেষে খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  22-11-2019 12:41AM

পিএনএস ডেস্ক : অবশেষে নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর খুলনা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিভিন্ন গণপরিবহন। নগরীর রয়্যাল মোড় এলাকা থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফুটে উঠেছে।

তবে টানা চারদিন পর বাস চলাচল শুরু হওয়ায় অতিরিক্ত যাত্রীর চাপে কাউন্টারগুলোতে টিকিট সংকট দেখা যায়। এতে যাত্রীরা অনেকে টিকিট না পেয়ে বাড়ি ফিরে গেছেন।

খুলনা থেকে ঢাকা যেতে ইচ্ছুক মনির নামে এক যাত্রী বলেন, চারদিন পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। পরিহবন কাউন্টারে এত বেশি চাপ যে টিকিট পাওয়া যাচ্ছে না। কাউন্টারগুলোতে এসে দেখি কোনো টিকিট নেই।

সাতরাস্তা মোড়ের দিদার পরিবহন কাউন্টারের ম্যানেজার বলেন, রয়্যাল ও সাতরাস্তা মোড় থেকে সন্ধ্যার পর সব বাস ছেড়ে গেছে। তাই আমরাও বাস চালু করেছি।

খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, আমরা কখনোই বাস বন্ধ করতে বলিনি। কিন্তু চালকরা তা শোনেনি। বুধবার দিবাগত রাতে ঢাকায় বৈঠক হয়েছে। তাতেও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার দুপুরেও আলোচনা হয়েছে। এরপর সন্ধ্যায় বাস চালু হয়েছে।

এর আগে সোমবার নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন