লক্ষ্মীপুরে অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  22-11-2019 05:55PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি: সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ এমন স্লোগান কে সঙ্গে নিয়ে সেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা, রক্তদাতাদের সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২২ নভেম্বর (শুক্রবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রক্তদাতাদের সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সৈয়দ নুর হোসেন ফাহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সাবেক এনএসআই অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার সভাপতি শাহাজাহান কামাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফি উল্যা, এ্যাড: আফরোজা ববি প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ রক্তদাতা সাংবাদিক মো: রবিউল ইসলাম খানসহ ৫০ জন রক্তদাতা ও লক্ষ্মীপুসহ ১২ টি জেলার ৫০ টি স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ কে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন