তানোরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই কিশোরী

  22-11-2019 07:00PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে শাহীনা খাতুন (১৫) এবং জান্নাতুন খাতুন (১৫) নামের দুই কিশোরী।

শুক্রবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাসরিন বানু ওই দু’টি বাল্য বিয়ে বন্ধ করেন। শাহীনা উপজেলার হাড়দহ শিলিমপুর এলাকার গোলাম আলীর এবং জান্নাতুন একই এলাকার কামাল আলীর মেয়ে। তারা দুইজনই বাগধানী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে উপজেলার হাড়দহ শিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে বাল্য বিয়ে দু’টি বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাসরিন বানু বলেন, স্থানীয়দের কাছ থেকে গোপন খবর পেয়ে হাড়দহ শিলিমপুর এলাকায় বাল্য বিয়ে দু’টি বন্ধ করে দেওয়া হয়। অভিযানের আগে সেখানে বিয়ের আয়োজন চলছিল। বিয়ে বন্ধ করে ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না এই মর্মে দুই ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন