তানোর কামারগাঁ খাদ্যগুদামে ধান ক্রয় উদ্বোধন

  03-12-2019 08:02PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : চলতি আমন মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের জন্য কৃষকদের নাম সম্বলিত স্লিপ দিয়ে লটারীর পর কৃষকদের কাছ থেকে তানোর কামারগাঁ খাদ্য গুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার প্যানেল চেয়ারম্যান সোনিয়া সরদার।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউল কবির, খাদ্য পরির্দশক রুবেল হাসান, ভারপ্রাপ্ত ওসিএলএসডি নয়ন সরকার, ইউপি সদস্য তোফায়েল আহম্মেদসহ এলাকার কৃষকগণ।

লটারীতে বিজয়ী কৃষকগণ ২৬টাকা কেজি দরে জনপ্রতি এক মেট্টিক টন করে ধান সরকারী ক্রয় কেন্দ্রে বিক্রি করতে পারবেন। কামারগাঁ খাদ্য গুদামে এবার ৩০৪ জন কৃষকের কাছ থেকে ৩০৪শত মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন